Tuesday, 22 October 2013

Meri bheegi bheegi si

Meri bheegi bheegi si, Palkon pe reh gaye
Jaise mere sapne bikharke
Jale mann tera bhi kisike milan ko
Anamika tu bhi tarse
Meri bheegi bheegi si

Meri bheegi bheegi si, Palkon pe reh gaye
Jaise mere sapne bikharke
Jale mann tera bhi kisike milan ko
Anamika tu bhi tarse
Meri bheegi bheegi si

Tujhe bin jaane bin pehchane
Maine hriday se lagaya(2)
Par mere pyar ke badle mein tu ne
Mujhko ye din dikhlaya
Jaise birha ke rut maine kaate tarap ke aahe bhar bhar ke
Jale mann tera bhi kisi ke milan ko
Anamika tu bhi tarse
Meri bheegi bheegi si

Aag se naata nari se rishta
Kahe mann samajh na paaya(2)
Mujhe kya hua tha ek bewafa pe haye mujhe kyu pyaar aaya
Teri bewafai pe hase jag sara gali gali guzre jidhar se
Jale mann tera bhi kisi ke milan ko
Anamika tu bhi tarse
Meri bheegi bheegi si

Meri bheegi bheegi si, Palkon pe reh gaye
Jaise mere sapne bikharke
Jale mann tera bhi kisike milan ko
Anamika tu bhi tarse
Meri bheegi bheegi si

তুমি না থাকলে

তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না
তুমি না থাকলে মন কষাকষি, করে হাসাহাসি নাক ঘষাঘষি
রাপা রাপপাপপা রাম পাম পা।

তুমি না থাকলে চাঁদটার গায়ে পড়ে যেত মরচে
তুমি না থাকলে কিপটে লোকটা হতো না যে খরচে
তুমি না থাকলে স্বপ্নের রং হয়ে যেত খয়েরী
বনবন করে দুনিয়াটা এই পারতো না ঘুরতে
তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালির দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকাত
রাপা রাপপাপপা রাম পাম পা।

তুমি না থাকলে সুমন কেলেঙ্কারী করতো কত
গীটার ফেলে গুয়েতেমালায় নামটা শেখাতে হতো
পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলের সাথে
তুমি না থাকলে এইভাবে কি বাড়িটা ছেড়ে পালাতো
তুমি না থাকলে তাজমহলটা বানানোই হতো না
লাঠালাঠি এই কাটাকাটি কিছু থামানোই যেত না
তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেত গম্ভীর
তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না
তুমি না থাকলে রোমিও কবে
হোমিওপ্যাথির দোকান খুলে জমিয়ে দিতো
রাপা রাপপাপপা রাম পাম পা।

বেঁচে থাকার গান

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবোনা

আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি , হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবোনা
যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি
জেনো আমি বেচতে দেবোনা

আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি , হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান....

গভীরে যাও, আরো গভীরে যাও

গভীরে যাও, আরো গভীরে যাও ।
এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও ।
জানলা জুড়ে মানুষের কান,
গলির ভাঁজে ভ্রমরের প্রাণ ।
গণিকার ঘাম লেগে থাকে তার ডানায় ।
আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায়,
তার উড়ে আসা ধুসর চোখে সিগারেটের ছাই ।

তাই গভীরে যাও, আরো গভীরে যাও ।
গভীরে যাও, আরো গভীরে যাও ।
এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও ।

নদীর বুকে, ঘরের খোঁজে,
কাটেনি দিন খুব সহজে ।
বহু বছর মেখেছি রুপোর বালি ।
সেই রুপোর লোভে বাড়ি ফেরা যাবে রসাতল ।
আর ভেজা শরীর চোরা স্রোতে কামড়ে ধরে জল ।

তাই গভীরে যাও, আরো গভীরে যাও ।
গভীরে যাও, আরো গভীরে যাও ।
এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও ।

খাঁচার ভিতর অচিন পাখি

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন
খানে পালায়।
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।

মনে পড়ে রুবি রায়

মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে,একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি ।।

রোদ জ্বলা দুপুরে,সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে ।।

একটি কিশোর ছেলে,একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোন দিন ভাবতে ।

মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে,একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি ।।

দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি ।।
ও.. পাখি সে তো আসেনি,তুমি ভালবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।

মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে,একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি ।।

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না

ওরে ছেড়ে দিলে সোনার গৌড়
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আমরা আর পাব না, আর পাব না।
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না" (২)
ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
না না না আর পাবো না
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না "(২)

ভূবনো মোহনো গোরা, কোন মণিজনার মনোহরা
মণিজনার মনোহরা
ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌড়
ধূলায় যাই ভাই গড়াগড়ি
যেতে চাইলে যেতে দেবো না, না না না। (২)
যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে......
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

"যাবো ব্রজের কুলে কুলে" (২)
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে পাগল মন...
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
"ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে" (২)
চলে গেলে... চলে গেলে যেতে দেবো না,
না না... যেতে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌড় বলে, ওগো ভয় কিগো তার ব্রজের কুলে
যে ডাকে চাঁদ গৌড় বলে, ভয় কিগো তার ব্রজের কুলে
ভয় কি তার ব্রজের কুলে
"ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে" (২)
চরন ছেড়ে দেবো না, না না না......
ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে......
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আর পাব না না না না, আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে...

Titanic

Every night in my dreams
I see you, I feel you
That is how I know you go on
Far across the distance
And spaces between us
You have come to show you go on

Near, far, wherever you are
I believe that the heart does go on
Once more you open the door
And you're here in my heart
And my heart will go on and on

Love can touch us one time
And last for a lifetime
And never let go till we're one

Love was when I loved you
One true time I hold to
In my life we'll always go on

Near, far, wherever you are
I believe that the heart does go on
Once more you open the door
And you're here in my heart
And my heart will go on and on

There is some love that will not go away

You're here, there's nothing I fear
And I know that my heart will go on
We'll stay forever this way
You are safe in my heart
And my heart will go on and on

জাত গেল lalan

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না....

আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বলো না...

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না...

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
সে ঘোরও তো গেল না...

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা.......!