Wednesday, 5 December 2012

দ্বিখন্ডিত – তসলিমা নাসরিন


সে তোমার বাবা,
আসলে সে তোমার কেউ নয়
সে তোমার ভাই,
আসলে সে তোমার কেউ নয়
সে তোমার বোন,
আসলে সে তোমার কেউ নয়
সে তোমার মা,
আসলে সে তোমার কেউ নয় ।

তুমি একা

যে তোমাকে বন্ধু বলে, সেও তোমার কেউ নয় ।
তুমি একা।

তুমি যখন কাঁদো,
তোমার আঙুল
তোমার চোখের জল মুছে দেয়,
সেই আঙুলই তোমার আত্মীয়।

তুমি যখন হাঁটো,
তোমার পা
তুমি যখন কথা বলো,
তোমার জিভ
তুমি যখন হাসো,
তোমার আনন্দিত চোখই তোমার বন্ধু।

তুমি ছাড়া তোমার কেউ নেই
কোন প্রানী বা উদ্ভিদ নেই।

তবু এত যে বলো তুমি তোমার,
তুমিও কি আসলে তোমার ?

No comments:

Post a Comment