Monday, 25 March 2013

ফাঁকা ফ্রেম- Anupam Roy





ফাঁকা ফ্রেম আর অকেজ হাত-ঘরি
নিয়ে এখন আমি কি করি ?
অ্যান্টেনায় আর অশ্বত্থের ডালে
ঝুলে থাকি প্রতেক সকালে ।

শহুরে সন্ধ্যায়, বন্ধরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই
অনেক রাতে স্টেশানে
প্ল্যাটফর্মগুলোতে ভিখিরি সাজাই

দেড়শো বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে,
এখন তুমি খুঁজতে এলে ?
আর দেড়শো বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি,
পুকুরধারে জলের গন্ধে
বাংলা ভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুঁজতে এলে ?




ম্যানহোল আর কলেজ স্ট্রীটের গলি
তোদের সাথে অন্য কথা বলি
Miyazaki আর সত্যজিতে মাখা
Truffaut-র দিন আমার জন্য রাখা ।

শহুরে সন্ধ্যায়, বন্ধরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই
অনেক রাতে স্টেশানে
প্ল্যাটফর্মগুলোতে ভিখিরি সাজাই

দেড়শো বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে,
এখন তুমি খুঁজতে এলে ?
আর দেড়শো বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি,
পুকুরধারে জলের গন্ধে
বাংলা ভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুঁজতে এলে ?

এই তো আমি চাই- Hemlock Society


এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা,
হাত বাড়ালেই চাই,
আবার কখন ঘিরছে আমায় চাদর সকাল,
ভাঙছে আওয়াজ ঘুম
বুনতে বুনতে ফুরোয় সময়,
গুনতে গুনতে দিন...
এই তো আমি চাই...

এভাবেই চল খেলি, আমাকে যা খুসি ডাকিস,
ঘাস ছুলে পা দুটো, কেন তুই চোখ বুঁজে থাকিস?
আমিও আদরে পড়ছি ধরা...
আমিও আদরে পড়ছি ধরা...
এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা...
চল এবার ফিরে যাই, মেখে দেখি শহর-গলি,
শোরগোলে মুখ তুলে তোকে ঠিক কোন কথা বলি?
আমিও আদরে পড়ছি ধরা...
আমিও আদরে পড়ছি ধরা...
এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা...
হাত বাড়ালেই চাই...

আবার কখন ঘিরছে আমায় চাদর সকাল?
ভাঙছে আওয়াজ ঘুম
বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন...

এই তো আমি চাই...

তবু যদি তুমি আসতে চাও- Dutta vs Dutta


তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
জেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ |

আছে লাগাম ছেড়া স্বপ্ন, বুকের ভেতর,
আছে বেপরোয়া বোতাম বিহীন শার্ট,
আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে,
ভুলে গিয়ে রোজকার দোকান বাজার-হাট,
আছে রাস্তা একটা চলার, আছে অনেক কথা বলার,
আছে পকেট কিন্তু পকেট গড়ের মাঠ |

তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
যেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ |

ভালো, যদি তুমি বাসতে চাও
নিজেকে আজ নিজের মতন,
ভেবে রেখে দিয়ে পিছুটান
চলে এস চলে এস |

নেই এখানে ভবিষত্যের ভাবনা,
নেই কোনো সম্পর্কের দাবি দাওয়া,
শুধু সুখ দুখেরই শরিক হতে পারিই
নেই অন্য কোনো চাওয়া পাওয়া,
শুধু রাস্তা আছে চলার, আছে সত্যি কথা বলার,
আছে পকেট কিন্তু পকেট গড়ের মাঠ |

তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
যেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ |

ভালো, যদি তুমি বাসতে চাও
নিজেকে আজ নিজের মতন,
ভেবে রেখে দিয়ে পিছুটান
চলে এস চলে এস |

পালাচ্ছে- khela


পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে |


বই পালাচ্ছে, স্কুল পালাচ্ছে |
পাড়ার মোড় ছেড়ে,
তেপান্তরের মাঠ পালাচ্ছে হুগলি সেতু ধরে |


বন পালাচ্ছে, গাঁ পালাচ্ছে,
দেশ পালাচ্ছে দেশে |
নিরুদ্দেশ? সেও পালাচ্ছে আর এক নিরুদ্দেশে |


পালাচ্ছে দিন-রাত্রি,
পালাচ্ছে বারো মাস |
কোথায় থামবে?


সুখ পালাচ্ছে, দুখ্ পালাচ্ছে,
কে কার কাছে এসে !
ছায়া পালাচ্ছে, ছবি পালাচ্ছে,
ছায়াছবির দেশে |


মেঘ পালাচ্ছে, রোদ পালাচ্ছে,
এখন মেঘ্-নিবেলা,
কু-ঝিক-ঝিক কু-ঝিক-ঝিক,
পালাচ্ছে ছেলেবেলা |


পালাচ্ছে দিন রাত্রি,
পালাচ্ছে বারো মাস |
কোথায় থামবে?


এ অরণ্য ছেড়ে যাচ্ছে হেমন্ত বিশ্বাস |
পাতা ঝরেছে |


সব পথ ঘরে যায়,
ঘর পথ পেতে চায়,
করে পথ কাটাকুটি,
অকারণ ছুটোছুটি,
থেমে যায় আড়ালে, আঁধারে |


পালাচ্ছে দিন রাত্রি,
পালাচ্ছে বারো মাস |
কোথায় থামবে?

ধূসর চুল- Zero act


হয়ত জানি না আমি এপাশ ফিরে শুলেও কেন থামতে পারি না
এলোমেলো ভোর আসা-যাওয়ার খবর
রাখতে পারিনি তোমার অসংলগ্ন বাক্যগুলো বুঝতে পারিনি
আমার ঘুম পেরোলে ছাদ আজ অন্য কিছু বাদ

এইতো কিছু বরফ হিসেব গলছে সময় যাচ্ছে মিশে
অনেক রুমাল কান্না তুমি ভিজবে না
হয়ত আবার পিছুটানে ঢাকছি আকাশ অন্যগানে
উষ্ণ অনেক অনুভুতির আস্তানা

এই ধূসর চুল আজও ভালো লাগে তোমায়
এই ধূসর চুল গেছে সময় অবহেলায়
তবু যদি ঘরে ফেরা যায় এই বেলায়

ফিরতে পারি না আমি অনেক রকম জড়িয়ে গেছি রাস্তা চিনি না
এই অল্প আলোর দিন বেশ থাক না গতিহীন
এই আলোতেই চাই গাছ থেকে সব নাগাল ফেলে দেখতে পাওয়া যায়
হয়ত কাল পেরলেই শেষ আর নেব ছদ্দবেশ

এইতো কিছু বরফ হিসেব গলছে সময় যাচ্ছে মিশে
অনেক রুমাল কান্না তুমি ভিজবে না
হয়ত আবার পিছুটানে ঢাকছি আকাশ অন্যগানে
উষ্ণ অনেক অনুভুতির আস্তানা

এই ধূসর চুল আজও ভালো লাগে তোমায়
এই ধূসর চুল গেছে সময় অবহেলায়
তবু যদি ঘরে ফেরা যায় এই বেলায়...

somewhere- Dutta vs Dutta


I know there'll be pain everywhere
and i know there'll always be despair
and there always will be fighting for no rhyme or reason
but I know that i'll find you somehwere
there will be someone dying on the road
and there'll be someone carrying all the load
and i know that this whole world will never ever care
but i know that I'll find you somewhere
somewhere in the darkness of defeat
somewhere on a lonely crugged street
somewhere when there's nowhere to turn to and care
yes i know that i'll find u somewhere
somewhere in the shadows there is care
I have seen the love in the eyes that are scared
yes i know that there's a home somewhere inside the hatred
yes I know that i'll find you somewhere....

Kolkata-16 (Anjan Dutta)


এ সন্ধ্যের শহর আমার
যে রাস্তায় নিওন একাকার
এ রাস্তা বড়ই পুরনো
রাস্তায় আমার ছেলেবেলা
এখান থেকে এ স্বপ্ন দেখা
আলো আন্ধারি রেস্তরাঁ

এ কলকাতা ১৬ আনা
এ কলকাতা ১৬ আমার

এখানটাতে এ প্রথম দেখা
আমার প্রথম প্রেমিকা
হাত ধরে হাঁটছে অন্য কে
হটাত বড় হয়ে যাওয়া
যন্ত্রণা ভুলতে শেখা
কান্নাটা গিলতে শেখা
ঘুরে ঘুরে ফিরে এই রাস্তা
ভালবাসা খুজে পাওয়া

এ কলকাতা ১৬ আনা
এ কলকাতা ১৬ আমার

এখনও কতও শনিবার
মুখোমুখি সেই রেস্তরাঁ
আলো আঁধারে আমার
ভালোবাসার হাত ধরা যায়
এখনও রাতের আকাশ লাল এখানে
বন্ধুতের চোখ মাতাল এখানে
বাজানো যায় আমার গীটার

এ কলকাতা ১৬ আনা
এ কলকাতা ১৬ আমার...।।

আমি চাই- Kabir suman


আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে
আমি চাই মহল ফুটবে সৌখিনতার গোলাপ কুঞ্জে।

আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে
আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে।

আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে
আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে।

আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ
আমি চাই মানুষের হাতে রাজনিতি হবে ভীষণ জব্দ।

আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্র বধূ
আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু,
আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্র বধূ
আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু।

আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধান সভায়
আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়।
আমি চাই পুকুর বুঝালে আকাশ ভাসবে চোখের জ্বলে
আমি চাই সব্বাই যেন দিন বদলের পদ্য বলে।

আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে
আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ভরে।
যদি বল চাইছি নেহাত…যদি বল চাইছি নেহাত চাইছি নেহাত স্বর্গ রাজ্য
আমি চাই একদিন হবে একদিন হবে এটা এক রাজ্য।।

অনেক দিন পর -Suman & Anjan


অনেক দিন পর, আবার চেনা মুখ
বন্ধু কি খবর, মুহুর্ত বলুক।
মুহুর্তের টান, মুহুর্তে শরত
নতুন এই গান, মুসাফিরের পথ।
শরত আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল।
অতিথি ভালবাসা, হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর।
কেমন আছো বলো, বন্ধু কি খবর
আবার গাই চলো, অনেক দিন পর।