পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে |
বই পালাচ্ছে, স্কুল পালাচ্ছে |
পাড়ার মোড় ছেড়ে,
তেপান্তরের মাঠ পালাচ্ছে হুগলি সেতু ধরে |
বন পালাচ্ছে, গাঁ পালাচ্ছে,
দেশ পালাচ্ছে দেশে |
নিরুদ্দেশ? সেও পালাচ্ছে আর এক নিরুদ্দেশে |
পালাচ্ছে দিন-রাত্রি,
পালাচ্ছে বারো মাস |
কোথায় থামবে?
সুখ পালাচ্ছে, দুখ্ পালাচ্ছে,
কে কার কাছে এসে !
ছায়া পালাচ্ছে, ছবি পালাচ্ছে,
ছায়াছবির দেশে |
মেঘ পালাচ্ছে, রোদ পালাচ্ছে,
এখন মেঘ্-নিবেলা,
কু-ঝিক-ঝিক কু-ঝিক-ঝিক,
পালাচ্ছে ছেলেবেলা |
পালাচ্ছে দিন রাত্রি,
পালাচ্ছে বারো মাস |
কোথায় থামবে?
এ অরণ্য ছেড়ে যাচ্ছে হেমন্ত বিশ্বাস |
পাতা ঝরেছে |
সব পথ ঘরে যায়,
ঘর পথ পেতে চায়,
করে পথ কাটাকুটি,
অকারণ ছুটোছুটি,
থেমে যায় আড়ালে, আঁধারে |
পালাচ্ছে দিন রাত্রি,
পালাচ্ছে বারো মাস |
কোথায় থামবে?
No comments:
Post a Comment