Monday 25 March 2013

Kolkata-16 (Anjan Dutta)


এ সন্ধ্যের শহর আমার
যে রাস্তায় নিওন একাকার
এ রাস্তা বড়ই পুরনো
রাস্তায় আমার ছেলেবেলা
এখান থেকে এ স্বপ্ন দেখা
আলো আন্ধারি রেস্তরাঁ

এ কলকাতা ১৬ আনা
এ কলকাতা ১৬ আমার

এখানটাতে এ প্রথম দেখা
আমার প্রথম প্রেমিকা
হাত ধরে হাঁটছে অন্য কে
হটাত বড় হয়ে যাওয়া
যন্ত্রণা ভুলতে শেখা
কান্নাটা গিলতে শেখা
ঘুরে ঘুরে ফিরে এই রাস্তা
ভালবাসা খুজে পাওয়া

এ কলকাতা ১৬ আনা
এ কলকাতা ১৬ আমার

এখনও কতও শনিবার
মুখোমুখি সেই রেস্তরাঁ
আলো আঁধারে আমার
ভালোবাসার হাত ধরা যায়
এখনও রাতের আকাশ লাল এখানে
বন্ধুতের চোখ মাতাল এখানে
বাজানো যায় আমার গীটার

এ কলকাতা ১৬ আনা
এ কলকাতা ১৬ আমার...।।

No comments:

Post a Comment