Wednesday 7 August 2013

নীল স্লিপিং পিলে রাত


চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়
চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়

নীল স্লিপিং পিলে রাত সুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়

তুমি গুছিয়ে কোন কথা বলতে পারনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা
শুধু সময় নিজের গল্প বলে যায়

এই পাহাড়িয়া বাতাস তাদের টানে কোনদিকে
রোজ সন্ধে হলে পাখি গুলো যায়
তুমি বৃষ্টি দেখে ফিরছ কোন জাপসা তারিখে
এই কুয়াশা কে কাকে বোঝায়

নীল স্লিপিং পিলে রাত সুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়

তুমি গুছিয়ে কোন কথা বলতে পারনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা
শুধু সময় নিজের গল্প বলে যায়

এই একা থাকার মরসুম এই শেষ না হওয়া রাত
কত কথা মনে পরছে কতবার
সব ছেড়ে যাবার রাস্তা ঘিরে হাল্কা তুষারপাত
শুধু ঘরে ফেরা হলনা তোমার

নীল স্লিপিং পিলে রাত সুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়

তুমি গুছিয়ে কোন কথা বলতে পারনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা
শুধু সময় নিজের গল্প বলে যায়


No comments:

Post a Comment