Wednesday, 7 August 2013

থেমে যায় মেঘ


থেমে যায় মেঘ গাছে ফুলে ঘুমে চোখ
বুজে আসে তুমি চুপ
আমি জানি চুপিসারে আগুন
জ্বলে যায় ঘষা কাঁচ আর নখ
গ্রামাফোনে জালবোনে সময়
হিমঘরে সাদা চাদরে পরবাসে কে
ভেঙ্গে যায় বুকে চেনা চেনা সব মুখ
ভীরে মিসে যায় কুয়াশায়
শুধু ভাবি উলেবোনা জীবন
পরে যায় খালি বার সারাখন
পাইনবনে গাছগনে বাতাস
ভয়করে ঠাণ্ডা পাথরে ফেটে আসে সে
বুকের হাত পাথর ভেজা ফুলে
ছাই আতর বাতাসে দিন নিভে যায়
ইটের শিরায় পথ হারায় অর্কিডেমোরা ছাত
রাত কুড়ে খায় ঘুন পোকায় আমার বুকের ভিতর
জিম ধরে যায় হাওয়ায় ।  

No comments:

Post a Comment