Wednesday, 7 August 2013

Chithi


মনের মধ্যে জমে থাকা
রাশি রাশি অভিমানের ঝড়গুলো
জমেথাকা রাশি রাশি দুঃখ
রাশি রাশি আবেগ ভরা ক্ষতগুলোকে
শব্দ বাক্য করে ভোরে ফেললাম কাগজে ।
বড্ড ভারি হল কাগজটা
দেখিস ওতে দু ফোঁটা জল ও পাবি
একতা ভেজা সেতসেতে দুঃখও আছে ।
নাম ঠিকানা লেখার আর জায়গা হল না
তাও তর কাছে পাঠিয়ে দিলাম ।
আমার পোষা পায়রা নেই
যে পায়ে করে নিয়ে যাবে
পিওন গুলো ত মোটা কচ্ছপ
পৌঁছানর আগেই হয়ত মিলিয়ে যাবে
সময় সব কিছু মিলিয়ে দেয় ।
তাই মুখের বইয়ে পাঠালাম
ওরা জানে তুই কোন দ্বীপে থাকিস
জানি না তুই পাবি কিনা তবুও পাঠালাম
পড়িস কিন্তু , ভালথাকিস ।

No comments:

Post a Comment