Sunday, 29 September 2013

পড়াশোনায় জলাঞ্জলি

পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি
তোমরা বলছো আমাদের জীবনের চার আনাই
ফাঁকি
হে ষোল আনা থেকে যদি চার আনা যায়
হিসেব দাঁড়ায় এসে বারো আনায়

কিন্ত বারো আনাতে আমরা খুশী
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী
মানিনা মানবোনা
করছো ছি ছি ছি
তোমরা বলছো অবাধ্য জীবনের
আট আনাই ফাঁকি

হে ষোল আনা থেকে যদি আট আনা যায়
হিসেব দাঁড়ায় এসে সেই আট আনায়
কিন্ত আট আনাতে আমরা খুশী
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী

আমাদের পরকাল ঝরঝরে ভেবে দুঃখ করছ কি?
তোমরা বলছো এলোমেলো জীবনের
বার আনাই ফাঁকি

No comments:

Post a Comment