Sunday 29 September 2013

oh ganga

ভেবেছিলাম এগিয়েছি যে অনেক
বয়ে বাসনা মোর একের পরে এক
মনে হঠাৎ যেন আজ হলো খেয়াল
কেটেছে কাল ভেসে শুধুই আমার স্রোতেই
দোলায়
ও গঙ্গা
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়?
কখনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রেয়েছো দু তীরে বাঁধা হায়
ভাবি এখন ছিলো কোথায় যে যাওয়ার
মনে আশার তরী শুধুই কি বাওয়ার
বুঝি নিশানা তার সুদূর দিগন্তে
আছে কি নেই কোন সুখের হদিস কি জানি
কোথায়
ও গঙ্গা…
মোর গীটারে তাই সহজ হলো সুর
মনে চাইনা যেতে আর তো বহু দূর
আছি যেথায় বাঁধা সেথায় যেন দেশ
জেনেছি বেশ তাই ভালোবাসা আর কে বেশী পায়
ও গঙ্গা…

No comments:

Post a Comment