একটু পথ তুমি এসো আর একটু আসি আমি,
দেখবে হটাত মানে খুঁজে পাবে আমাদের পাগলামি...।
একটু পথ তুমি এসো আর একটু আমি...।।
তুমি এসো তুমি হেঁসো যত খুশি বেশও ভাল,
গতকাল থাক একাই ধুসর আগামীটা জমকালো ।
তুমি খোঁজো আমি খুঁজই দুজনেই চোখ বুজি ,
দেখত স্পষ্ট দেখা যায় কিনা সুখের সালতামামি ।।
একটু পথ তুমি এসো আর একটু আমি ......।।
রাগ ভোলও রাগ ভুলি সব দরজা জানলা খুলি ,
বাতাস উল্টে এলো করেদিল ক্যানভাসে রঙ তুলি ।।
তুমি ছারা আমি ছারা সব ভাবনা আত্মাহারা ,
যদি ফিরে পাওয়া যায় বন্ধুতা নয় ভুল পথে হাঁটলামই ...।
একটু পথ তুমি এসো আর একটু আমি ...।।
একটু পথ তুমি এসো আর একটু আসি আমি ...।
দেখবে হটাত মানে খুঁজে পাবে আমাদের পাগলামি ...।।
একটু পথ তুমি এসো আর একটু আমি ......।।
Rangmilanti....
No comments:
Post a Comment