Sunday, 19 August 2012

বিজলী বাতি


আমার দিন ফুরালে বিজলী বাতি,
কলম খোঁচায় গল্প পাতি,
তোমার শব্দে মাতামাতি,
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি |

বাইরের ঘরে আগুন গিলছে প্রাচীন ভুত,
প্রলাপ বকছে চীনের রাষ্ট্রদূত,
T.V-র পর্দায় সব কিছুই প্রস্তুত |

আমার বইয়ের তাকে জমছে ধুলো,
পথ হারাচ্ছে শব্দগুলো,
হঠাৎ তোমার কপাল ছুঁলো,
নাড়লে কড়া দরজা খুলো |

হালকা পায়ে ভাঙছে সিঁড়ি তোমার গান,
চামচ মাপছে চিনির পরিমাণ,
দেওয়ালে ঝুলছে আমার অভিমান |

আমার দিন ফুরালে বিজলী বাতি,
কলম খোঁচায় গল্প পাতি,
তোমার শব্দে মাতামাতি,
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি |

No comments:

Post a Comment