Sunday 19 August 2012

আমার শহর- চন্দ্রবিন্দু


সুতানুটি ছুটোছুটি টালি থেকে টালা,
ওল ঢোল এগরোল বেলফুল মালা,
লেনিনের পাদদেশে প্রণামীর থালা,
তবু পরি ঘোরে ভিক্টোরিয়ায় |
যাক উড়ে যাক, দুধে ভাতে থাক,
কলকাতা কলকাতাতেই, আমার শহর |


একদা ধ্যাধধেরে গোবিন্দপুরে,
বিকালে গোরাদের ব্যান্ড ভুল সুরে,
বাবুরা বেড়ালের বিয়েবাড়ি ঘুরে,
তাল খাবে কাল বেপাড়ায় |
জুরি গাড়ি হাঁক, জমে যাবে জাঁক |
কলকাতা কলকাতাতেই, আমার শহর |


রাতে মশা দিনে মাছি, নেচে মরে খ্যাপা,
নন্দন নলবনে পুলিশের হ্যাপা,
বাবুঘাটে একা হাঁটে আদার ব্যাপারী,
তবু জাহাজের খোঁজে ভেসে যায় |
যাক ভেসে যাক, দুধে ভাতে থাক,
কলকাতা কলকাতাতেই, আমার শহর |


সেকালে জল খেতো ঘোড়াটানা ট্রামে,
কেরানি হাতি কেনে পাতি ইনকামে,
ষোড়শী বিয়ে করে আনে বুড়ো ভামে,
সং সাজে ছাদ্‌না তলায় |
সং থেকে বং, অনাবাসী ঢং,
কলকাতা কলকাতাতেই, আমার শহর |


ঝালে ঝোলে অম্বলে আমাশার গুঁতো,
বাইপাসে একা হাঁসে প্রগতির ছুতো,
জোড়াসাঁকো সুখে থাকো গুরুদেবতুতো হয়ে,
ন্যাড়া যাবে বেলঘরিয়ায় |
বেলে ধরে পাক, কত খাবে কাক,
কলকাতা কলকাতাতেই, আমার শহর |

No comments:

Post a Comment