Friday, 19 October 2012

Bhalobasa.....(Parash Pathar)

ভালবাসা মানে ধোয়া ছারার প্রতিশ্রুতি |
ভালবাসা মানে এলোচুল মাতয়ারা |
ভালবাসা মানে সময় থামার আগে,
ভালবাসা তোমার শুরু, আমার সারা |
ভালবাসা মানে আর্চিস গ্যালারী |
ভালবাসা মানে গোপন গোপন খেলা |
ভালবাসা মানে কান্নাভেজা চোখে |
ভালবাসা মানে নীলখামের ভেলা |
ভালবাসা মানে আগাম চলার সুর |
ভালবাসা মানে অবিরাম চলাবসা |
ভালবাসা মানে আখিপল্লব ছুয়ে,
চিনতে শেখা শেষ রেকাবির ভাষা |
ভালবাসা মানে দূরভাষ নিশ্চুপে,
শুনে ফেলে অনুভূতির হাসি |
ভালবাসা নান্দনিক যাতায়াতে ,
ভালবাসা মানে চৌরাসী আর বাঁশি |

No comments:

Post a Comment