আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল |
আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে জল |
ফুরিয়ে আসছে স্নান করবার দিন |
অন্য কোথাও চল |
কাঠফাটা হাসি উপহার কি রঙিন,
এলো শেষমেষ সেলোফেনে মোড়া দিন |
চেনা অজুহাত বাহানা কেনার ছল,
আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল |
অন্য কথাও চল |
আমার শহরে সাঁতার শিখতে চেয়ে,
রাজধানী থেকে একলা এসেছে মেয়ে |
এসে দেখে ধুঁ ধুঁ কংক্রিট অঞ্চল |
অন্য কোথাও চল |
আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে জল |
ফুরিয়ে আসছে স্নান করবার দিন |
অন্য কোথাও চল |
কাঠফাটা হাসি উপহার কি রঙিন,
এলো শেষমেষ সেলোফেনে মোড়া দিন |
চেনা অজুহাত বাহানা কেনার ছল,
আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল |
অন্য কথাও চল |
আমার শহরে সাঁতার শিখতে চেয়ে,
রাজধানী থেকে একলা এসেছে মেয়ে |
এসে দেখে ধুঁ ধুঁ কংক্রিট অঞ্চল |
অন্য কোথাও চল |
No comments:
Post a Comment