Thursday 18 October 2012

Tumi nei tai........(Cross Connection, Anjan Dutta)

সেই ট্রাম বাস রাস্তাঘাট,
সেই রাস্তার দোকানপাট |
লাগছেনা যে সেই আজকে হঠাথ |
আজ হটাথ স্তব্ধ গড়ের মাঠ |
শান্ত ব্যস্ত বাজারঘাট |
কোথায় হারিয়ে গেল কোলকাতা |
তুমি নেই সব যেকে সেই সব,
সব আছে, সবই আছে তবু নেই |
রং হয়েগেল ঘোলাটে |
এই শহরের মলাটে আজ |
সব কিছুই বড় অযথা |
ছিল ঝন্ঝাট, ছিল উচ্ছাস |
ছিল হতাশা, ছিল বিশ্বাস |
আজ সবকিছু নিদারুন সাদাকালো |
আজ পকেট ভরা শূন্যতা |
হৃদয়ে বড় দৈন্যতা |
শহর আমার গরিব হয়ে গেল |


চেনা পথঘাট অচেনা,
চেনা চেনা মুখ অজানা |
আজ হটাথ সবকিছুই এলোমেলো |
রং হয়েগেল ঘোলাটে, এই শহরেরে মলাটে |
কোথায় হারিয়ে গেল কোলকাতা |
নেই ঝন্ঝাট ভরা দিনটা |
নেই হাজার গন্ডা চিন্তা |
ছিল শহর আমার বড়ই আত্মহারা |
ছিল রোজকার অশান্তি |
তবু ছিলনা কোনো ক্লান্তি |
ছিলনা আমার মনটা দিশেহারা |

আছে দুচোখ ভরা ক্লান্তি,
আছে ওপর অপর শান্তি,
ভিতরে শুধু জমাট হতাশা |

No comments:

Post a Comment