Thursday, 18 October 2012

শুধু ফেরা পথ টুকু ঘেরা পথ টুকু সেরা পথ হয়ে থেকে যাক......।।

ঝরে ঝরে পরে ছিপছাপ শুকনো পাতার স্তুপ ,
কবে যান কাকে চিনতাম ডাকবাক্সেরা চুপ,
পিছু পিছু ডাকা সার্সিতে আঁকা চুপ করে থাকা বন্ধু ,
পিছু পিছু ডাকা সার্সিতে আঁকা চুপ করে থাকা বন্ধু  ,
স্বপ্নের স্টলে লন্ঠন জ্বলে,
গল্পেরা চলে কোন দূর রাস্তাফেলে ,

শুধু ফেরা পথ টুকু ঘেরা পথ টুকু সেরা পথ হয়ে থেকে যাক
 আজ বিকেলে ......।

দেখো কুয়াশার নেই ডাকনাম তবু চশমার চোখে বাষ্প ,
মিঠে রোদ্দুর চায়ে রেলিঙের সায়ে একদিন নিতে আসবো ,
তবে জানিনা ,তবে জানিনা,

শুধু ফেরা পথ টুকু ঘেরা পথ টুকু সেরা পথ হয়ে থেকে যাক
আজ বিকেলে ............।।

দেখো হাত থেকে হাত কাঁচ ঘুম যেন শিত চলে গেছে পরশু ,
যদি দেখা হয়ে যায় চেনা রাস্তায় ফিরে যেতে চায় মরসুম ,
কেন জানিনা, কেন জানিনা,

শুধু ফেরা পথ টুকু ঘেরা পথ টুকু সেরা পথ হয়ে থেকে যাক
 আজ বিকেলে......।।




অবশেষে............।।

1 comment: