Friday 19 October 2012

Ferari Mon......(Antaheen)

আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনাশোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

চেনাশোনা মুখ জানাশোনা হাত রেখে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

ছোট ছোট দিন আলাপে রঙীন নুরিরী মতন
ছোট ছোট রাত চেনা মৌতাত
পলাশের বন
অগোছালো ঘর খরকুটোময়
চিলেকোঠা-কোন

ছোট ছোট দিন আলাপে রঙীন নুরিরী মতন
ছোট ছোট রাত চেনা মৌতাত
পলাশের বন
অগোছালো ঘর খরকুটোময়
চিলেকোঠা-কোন
কথা ছিল হেটে যাবো ছায়াপথ

ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

কিছু মিছু রাত পিছু পিছু টান অবিকল
আলো আলো রং জমকালো চাঁদ ঝলমল
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

গুড়ো গুড়ো নীল রং পেন্সিল জোছনার জল
ঝুর ঝুর কাঁচ আগুন ছোয়াচ ঢেকেছে আঁচল
ফুটপাতে ভির জাহাজের ডাক ফিরে চলে যায়
গুড়ো গুড়ো নীল রং পেন্সিল জোছনার জল
ঝুর ঝুর কাঁচ আগুন ছোয়াচ ঢেকেছে আঁচল
ফুটপাতে ভির জাহাজের ডাক ফিরে চলে যায়
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনাশোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

No comments:

Post a Comment