শুভেচ্ছা
(হুমায়ুন আজাদ)
ভালো থেকো ফুল
মিস্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান,
ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ,
মিটি মিটি তারা,
ভালো থেকো পাখি,
সবুজ পাতারা, ভালো থেকো।
ভালো থেকো চড়,
ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল,
আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা,
ভালো থেকো জল,
ভালো থেকো গাছ, ভালো থেকো, ভালো থেকো।
ভালো থেকো রোদ,
ভালো থেকো ঘাস,
ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো।
(হুমায়ুন আজাদ)
ভালো থেকো ফুল
মিস্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান,
ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ,
মিটি মিটি তারা,
ভালো থেকো পাখি,
সবুজ পাতারা, ভালো থেকো।
ভালো থেকো চড়,
ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল,
আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা,
ভালো থেকো জল,
ভালো থেকো গাছ, ভালো থেকো, ভালো থেকো।
ভালো থেকো রোদ,
ভালো থেকো ঘাস,
ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো।
No comments:
Post a Comment