Friday, 19 October 2012

ক্যালসিয়াম

ডাক্তার বলছে ক্যালসিয়াম টা কম
টিউটর বলছে অঙ্কটা কমজোরি
ছটকা বলছে ধুরছাই নেই তোর দম
আম্মা বলছে আচার গেছে চুরি
পিসি বলছে বকে গেছে ছেলেটা হিন্দি ছবি দেখে
দিদি বলছে ভীষণ unsmart
দাদু বলছে সময়টা গোলমেলে করবে কি
জ্যাঠা বলছে পেদিয়ে উল্কাত
ছাদের পাঁচিল বলছে আয়ে ছুটে আয়ে খালি পায়ে
আকাশ বলছে গলা খুলে গা

ঝিগির ব্যাম ঝিগির ব্যাম ব্যাম ব্যাম

মা বলছে দুধ টা একদম মুখেই তুলছে না
হরলিক্স বলছে এমনি এমনি খাও
আনটি বলছে আগে এতটা careless ছিলনা
বাবা বলছে জাহান্নুমে জাও
পাশের বাড়ির বউদি বলছে আঁকার স্কুল এ দিন না
মামা বলছে স্পকেন ইংলিশ weak
দাদু বলছে সময়টা গোলমেলে করবে কি
জ্যাঠা বলছে পেদিয়ে উল্কাত
ছাদের পাঁচিল বলছে আয়ে ছুটে আয়ে খালি পায়ে
আকাশ বলছে গলা খুলে গা

ঝিগির ব্যাম ঝিগির ব্যাম ব্যাম ব্যাম

সুমন বলছে পারো যদি অন্য ছবি দেখো
টিনটিন বলছে চল antartika
টিভি বলছে বল i am a complaint boy
আঞ্জন বলছে টিভি দেখনা
তোপসেটাই বা কেন লেখা বন্ধ করে দিল
ফেলুদা কিছুই বলছে না
দাদু বলছে সময়টা গোলমেলে করবে কি
জ্যাঠা বলছে পেদিয়ে উল্কাত
ছাদের পাঁচিল বলছে আয়ে ছুটে আয়ে খালি পায়ে
আকাশ বলছে গলা খুলে গা

ঝিগির ব্যাম ঝিগির ব্যাম ব্যাম ব্যাম

No comments:

Post a Comment