Thursday, 18 October 2012

নিছক-ই দাঁড়ে-দাঁড়ে-দ্রুম

যখন শিরায় শিরায় ছোটে দিওয়ানা নুনে নুন খুন,
অর্থাৎ শিরাতে শিরাতে অন্তঃপীড়াতে পোড়ে আগুন !
অন্তঃসার শূন্য খাঁচার, মধ্যে বাঁচার,
পাকার এবং কাঁচার নিয়ম কানুন,
নেহাতই দাঁড়ে-দাঁড়ে-দ্রুম !
আসলে অন্তর আমার ঠুনকো ঠুনকো বেডরুম !

হতে পারো কিরণমালা কিংবা অরুন-বরুণ,
হও বৃদ্ধ-প্রৌঢ, হামা বা দৌড়ো , কিশোরী তরুণ !

শহরের গল্প হোক না
হাসির খুশির, লাথির ঘুষির
বা ছলছলে বিষাদ-করুণ !

নিছক-ই দাঁড়ে-দাঁড়ে-দ্রুম !
ছায়া ফেলে অন্তঃস্থলে, উসকো খুসকো বেডরুম !

চোখে আর জিভে জড়াচ্ছে ঘুম,
নখে আর বুকে ছড়াচ্ছে ঘুম !

এসব-ই দাঁড়ে-দাঁড়ে-দ্রুম !
আসলে দাঁড়ে-দাঁড়ে-দ্রুম !
নিছক-ই দাঁড়ে-দাঁড়ে-দ্রুম !

No comments:

Post a Comment