Friday, 19 October 2012

অন্ধকারের পরে

অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায়
কান্না পেতে পেতে হঠাৎ করে বন্ধুটা ঠিক জুটে যায়
হাতটা বাড়াই তাই তোমার দিকে ডাকি জপসা চোখে তোমায়
তুমি হাতটা তোমার দাও হাতটা তোমার হাতটা তোমার আমায়

সাদা কালো রাত ফিকে হয় যে হঠাৎ যায় যন্ত্রণা হারিয়ে কোথায়
বেসুরো কথা গুলো ছাড়তে ছাড়তে ধুলো হঠাৎ ই গান খুঁজে পায়
কেটে যায় ঘুম ঘোর নতুন একটা ভোর আসে আমার জানলায়
তুমি সুরটা তোমার দাও সুরটা তোমার সুরটা তোমার আমায়

চেনা অচেনায় নানা গোলক ধাধায় মন আমার পথটা হারায়
মনের কথা নিয়ে একা একা ঘুরে মরি ক্লান্ত একলা রাস্তায়
হঠাৎ এসে তুমি পাশে দাড়াও আসে নতুন স্বপ্ন পায়ে পায়ে
আমি খুজছি যাকে ঠিক পাই যে তাকে আমি খুঁজে পাই ঠিকই আমায়  .......

No comments:

Post a Comment